পিংক কালারের বই-মোঃ নাজমুল আকন
পিংক কালারের বই
মোঃ নাজমুল আকন
আজ খবরের কাগজের হেড লাইনে বড় করে লেখা। পিংক কালারের বই এর লেখিকা সুবর্ণা মজুমদার খুন!
এতো জনপ্রিয় তরুনী লেখিকার অকালে খুন হতে হবে তা কখনও ভাবতে পারেনি
তার বিশাল পাঠক সমারোহ। গতবছর ২০১৯ তার পিংক কালারের বইয়ের প্রথম পর্ব বের হয়, বইটির লেখা এতই সুন্দর ছিলো যে ৬০ হাজার কপি বই বিক্রি
হয়ে যায় খুব সহজেই।
এর আগেও ৪টি বই বের হয়েছিল তার সেগুলো ও সাড়া জাগিয়েছিল পাঠকদের মনে। অল্পদিনের মদ্ধেই তার আরো দুইটি বই প্রকাশের কথা ছিলো। কিন্তু তার এভাবে খুন হওয়াটা কেউ মেনে নিতে পারেনি। লেখকদের মাঝেও বারছে অস্তিরতা। পুলিশ কোন তথ্য খুজে বের করতে পারছে না।
হঠাৎ এই তরুনী লেখিকার খুন কেইবা করলো। কেনই বা করলো করলো। এর সঠিক তদন্ত চায় সাধারণ মানুষ। গতকাল রাত ৩:৪৫ নাগাদ খুন হয় সুবর্ণা মজুমদার। তার ফ্লাটের প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ি গতকাল রাত ৩:২০ নাগাদ চিৎকার এর আওয়াজ শুনতে পায়। অনেক কস্টে দরজার লক ভাঙ্গার পর ঘরে ঢুকে দেখেন সুবর্ণা মাটিয়ে পরে রয়েছে। কিন্তু কোথাও কোন ক্লু পাওয়া গেল না।
ঘর পরিপূর্ন সাজানো গোছানো রয়েছে কোথাও কোন অস্ত্র পাওয়া যায়নি। তার গলার রগ আড়াআড়ি ভাবে কেটে দেয়া হয়েছে। মেঝেতে রক্তে ভেসে গেছে। ফ্লাটের জনালা গুলো সব বন্ধ।
তাহলে খুনি ঘরে কিভাবে ঢুকলো এবং কিভাবেই বা বের হলো কোথাও কোন অস্ত্র নেই, কোন চিন্হ নেই এতো নিখুঁত খুন কিভাবে সম্ভব। পুলিশ ঘটনাস্থল থেকে কিছুই পায়নি। এক রহস্য জনক মৃত্যু। উপান্যাস লেখা শুরু করে দিয়েছি আল্লাহ ভালো জানেন কবে শেষ করতে পারবো।
আপাতত মেগাজিনে প্রকাশের জন্য লিখছি, ইনশাআল্লাহ বই বের করার ইচ্ছে রয়েছে।
কোন মন্তব্য নেই